আলমডাঙ্গায় সাবেক বিচারপতি আব্দুর রাজ্জাকের মায়ের ইন্তেকাল
- আপলোড টাইম : ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় সাবেক বিচারপতি আব্দুর রাজ্জাক ও এম এ মান্নান রতন জমিদারের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। গতকাল রোববার বাদ এশা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আমেরিকা প্রবাসী এম এ মান্নান রতন জমিদারের কারণে লাশ তিন দিন শীততাপ নিয়ন্ত্রণ গাড়িতে রাখা হয়েছিল।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুববিষয়ক সম্পাদক টিপু সুলতান, পৌর জামায়াতের আমির মাহের আলি, সেক্রেটারি মসলেম উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, আল-ইকরা ক্যাডেট একাডেমির পরিচালক আব্দুল হাই, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক বশিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রিফাজ্জেল হোসেন রেফাজ, প্রচার সম্পাদক জাফর জুয়েল, ফাতেমা ক্লিনিক মালিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, জেলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি নাশির উদ্দিন অ্যাটম, প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইদ্রিস আলি খাঁন, আলমডাঙ্গা জাসাসের সাধারণ সম্পাদক ইউনোচ আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ৮৮ বন্ধু সমিতির শাহাবুদ্দিন, নাশির উদ্দিন, সাইফুল ইসলাম, সেখ ওবাইদুল্লাহ, ফকির চাঁদ, ফাহমিদুর রহমান মুন, তাইফু প্রমুখ।