শিরোনাম:
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের জানালা ভেঙে পানির পাম্প চুরি
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের অফিসের জানালা ভেঙে আবারও পানির পাম্প চুরি হয়েছে। তিন মাসের মধ্যে এই বিদ্যালয়ে এটি দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা। গত শুক্রবার দিনগত গভীর রাতে চোরেরা অফিসের জানালা ভেঙে ৬ হাজার ৫০০ টাকা মূল্যের গাজী ব্র্যান্ডের পানির পাম্প চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান জানান, এর আগে গত ২৪ নভেম্বর একই স্থান থেকে পানির পাম্প চুরি হয়েছিল। তিনি আরও বলেন, চুরির বিষয়ে দর্শনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জিডি নেয়া হয়নি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘আমার কাছে জিডি করার জন্য কেউ আসেনি। জিডি করতে আসলে তা না নেয়ার কোনো কারণ নেই। হয়ত ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে চলে যেতে পারে।’