ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা ডিলাক্স পরিবহনের চালক কর্তৃক যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

অল্পের জন্য রক্ষা পেলেন নারী, পালালেন চালক

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

দর্শনা ডিলাক্স পরিবহনের এক চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে ঢাকা-গাজীপুর থেকে রুবিনা (২০) নামের এক নারী দর্শনা ডিলাক্স পরিবহনের এফ-১ সিটে বসে দর্শনা আসছিলেন। বাসটি আব্দুল্লাহপুর পৌঁছালে বাসের চালক আসলাম (৫০) হেলপারকে গাড়ি চালাতে দিয়ে রুবিনাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় রুবিনা দ্রুত মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। পরে রুবিনার স্বামী মো. লাবু তার বন্ধুর পরিচিত এক কর্নেলের মাধ্যমে বিষয়টি বিভিন্ন স্থানে জানাতে থাকেন।

ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাসের চালক আসলাম পরিস্থিতি বেগতিক দেখে গাড়িচালক পরিবর্তন করে আব্দুল্লাহপুরে নেমে পালিয়ে যান। অন্য চালক গাড়িটি দর্শনায় পৌঁছে দিলে স্থানীয় লোকজন তাকে এবং সুপারভাইজারকে আটক করে মারধর করে। পরে তাদের ধরে দর্শনা থানায় নিয়ে যাওয়া হয়। বাসের চালক পরিবর্তন হওয়ায় রুবিনা ও তার বাবা আর কোনো অভিযোগ করেনি। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর তাদের ছেড়ে দেন।
ওসি শহীদ তিতুমীর বলেন, ‘ভিকটিমের কোনো অভিযোগ না থাকায় আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি।’ এদিকে, রুবিনার স্বামী লাবু জানান, ‘ঘটনার খবর জানার পরপরই আমি বিভিন্ন স্থানে ফোন করি। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি মিটে গেছে।’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা ডিলাক্স পরিবহনের চালক কর্তৃক যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

অল্পের জন্য রক্ষা পেলেন নারী, পালালেন চালক

আপলোড টাইম : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

দর্শনা ডিলাক্স পরিবহনের এক চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে ঢাকা-গাজীপুর থেকে রুবিনা (২০) নামের এক নারী দর্শনা ডিলাক্স পরিবহনের এফ-১ সিটে বসে দর্শনা আসছিলেন। বাসটি আব্দুল্লাহপুর পৌঁছালে বাসের চালক আসলাম (৫০) হেলপারকে গাড়ি চালাতে দিয়ে রুবিনাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় রুবিনা দ্রুত মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। পরে রুবিনার স্বামী মো. লাবু তার বন্ধুর পরিচিত এক কর্নেলের মাধ্যমে বিষয়টি বিভিন্ন স্থানে জানাতে থাকেন।

ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাসের চালক আসলাম পরিস্থিতি বেগতিক দেখে গাড়িচালক পরিবর্তন করে আব্দুল্লাহপুরে নেমে পালিয়ে যান। অন্য চালক গাড়িটি দর্শনায় পৌঁছে দিলে স্থানীয় লোকজন তাকে এবং সুপারভাইজারকে আটক করে মারধর করে। পরে তাদের ধরে দর্শনা থানায় নিয়ে যাওয়া হয়। বাসের চালক পরিবর্তন হওয়ায় রুবিনা ও তার বাবা আর কোনো অভিযোগ করেনি। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর তাদের ছেড়ে দেন।
ওসি শহীদ তিতুমীর বলেন, ‘ভিকটিমের কোনো অভিযোগ না থাকায় আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি।’ এদিকে, রুবিনার স্বামী লাবু জানান, ‘ঘটনার খবর জানার পরপরই আমি বিভিন্ন স্থানে ফোন করি। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি মিটে গেছে।’