চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও প্রকাশনা বিতরণ
- আপলোড টাইম : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা-সামগ্রী প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোতালেব হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ বোস্তামি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি পারভেজ আলম ও জেলা ছাত্রশিবিরের সদস্য আব্দুর রহিম। সৌজন্য সাক্ষাৎ শেষে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে ২০২৫ নববর্ষের প্রকাশনা-সামগ্রী জুলাই স্মৃতি সম্বলিত তিন পাতার ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার ও ডায়েরি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি পুলিশ সুপারের হাতে এসব প্রকাশনা-সামগ্রী তুলে দেন।