ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মুজিবনগরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে


মেহেরপুরের মুজিবনগরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণরা কীভাবে আগামী দিনের বাংলাদেশ দেখতে চায়, তা নিয়ে তাদের মতামত ও চিন্তা-ভাবনা শোনা।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা কাউছার আলী, মুক্তিযোদ্ধা আহসান হাবিব, আফজাল হোসেন এবং মুজিবনগর উপজেলার ছাত্র সমন্বয়ক শাউন শেখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয় এবং প্রতিটি গ্রুপ তাদের পরিকল্পনা ও মতামত তুলে ধরে। তারা আলোচনায় বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়, যেখানে তরুণদের মেধা ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কর্মশালার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও সমাজে পরিবর্তন আনার মনোভাব তৈরির চেষ্টা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুজিবনগরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

আপলোড টাইম : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫


মেহেরপুরের মুজিবনগরে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণরা কীভাবে আগামী দিনের বাংলাদেশ দেখতে চায়, তা নিয়ে তাদের মতামত ও চিন্তা-ভাবনা শোনা।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা কাউছার আলী, মুক্তিযোদ্ধা আহসান হাবিব, আফজাল হোসেন এবং মুজিবনগর উপজেলার ছাত্র সমন্বয়ক শাউন শেখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয় এবং প্রতিটি গ্রুপ তাদের পরিকল্পনা ও মতামত তুলে ধরে। তারা আলোচনায় বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়, যেখানে তরুণদের মেধা ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কর্মশালার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও সমাজে পরিবর্তন আনার মনোভাব তৈরির চেষ্টা করা হয়েছে।