চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন
সভাপতি মর্জিনা ও সম্পাদক নাদিরা
- আপলোড টাইম : ১০:৩৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় পৌর শহরের সাতগাড়ী মোড়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। ৭ নম্বর ওয়ার্ড মহিলা দল নেত্রী মোছা. মর্জিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। এসময় প্রধান অতিথির বক্তব্যে দলের ঐক্য ও শক্তি ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, এবং সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন। তারা সকলেই দলের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সম্মেলনের শেষে সকলের মতামতের ভিত্তিতে ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. মর্জিনা, সিনিয়র সহসভাপতি হয়েছেন মোছা. জাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোছা. নাদিরা খানম সিমা, যুগ্ম সম্পাদক আমেনা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মোছা. মাছুরা খাতুন। অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বজলুর রহমান বজলু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জোয়ার্দার পান্না।