ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদরের কিরণগাছিতে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে রুশিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সরোজগঞ্জের কিরণগাছি গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। নিহত বৃদ্ধা গ্রামের মৃত মনসের আলীর স্ত্রী।

নিহত রুশিয়ার ছেলে ফারুক হোসেন জানান, তাদের বাড়ির পাশেই কৃষিমাঠ রয়েছে। শনিবার সন্ধ্যায় তার মা রুশিয়ারা খাতুন মাঠে কীটনাশক পান করেন। এসময় অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার বিষপানের বিষয়ে জানতে পেরে সরোজগঞ্জ বাজারের গ্রাম্য চিকিৎসক ফজলুর চেম্বারে নেয়া হয়। ডাক্তার পাকস্থলি ওয়াশ করেন এবং বাড়ি পাঠিয়ে দেন। রাত তিনটার দিকে বাড়িতেই আমার মা মারা যান।
গ্রাম্য চিকিৎসক ফজলুল বলেন, ‘যখন বৃদ্ধাকে আমার কাছে আনে, তখন তার অবস্থা ভালো ছিল। ঘাসমরা বিষপান করে অসুস্থ হয়ে পড়ায় আমি পাকস্থলি ওয়াশ করি এবং ওষুধ লিখে দিই। এবং সদর হাসপাতালে রেফার্ড করি। তখনো রোগীর অবস্থা ভালো ছিলো, পরিবারের সদস্যরা তাকে বাড়িয়ে যায়। রাতে জেনেছি তিনি মারা গেছেন।’

এ বিষয়ে কুতুবপুর ক্যাম্প ইনচার্জ (এসআই) ফরিদুল ইসলাম বলেন, ‘অপমৃত্যুর বিষয়ে জানতে পেরে আমরা লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন এবং লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা বিষপানে মৃত্যুর কথা জানিয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মংনাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সদরের কিরণগাছিতে বৃদ্ধার আত্মহত্যা

আপলোড টাইম : ১০:১৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে রুশিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সরোজগঞ্জের কিরণগাছি গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। নিহত বৃদ্ধা গ্রামের মৃত মনসের আলীর স্ত্রী।

নিহত রুশিয়ার ছেলে ফারুক হোসেন জানান, তাদের বাড়ির পাশেই কৃষিমাঠ রয়েছে। শনিবার সন্ধ্যায় তার মা রুশিয়ারা খাতুন মাঠে কীটনাশক পান করেন। এসময় অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার বিষপানের বিষয়ে জানতে পেরে সরোজগঞ্জ বাজারের গ্রাম্য চিকিৎসক ফজলুর চেম্বারে নেয়া হয়। ডাক্তার পাকস্থলি ওয়াশ করেন এবং বাড়ি পাঠিয়ে দেন। রাত তিনটার দিকে বাড়িতেই আমার মা মারা যান।
গ্রাম্য চিকিৎসক ফজলুল বলেন, ‘যখন বৃদ্ধাকে আমার কাছে আনে, তখন তার অবস্থা ভালো ছিল। ঘাসমরা বিষপান করে অসুস্থ হয়ে পড়ায় আমি পাকস্থলি ওয়াশ করি এবং ওষুধ লিখে দিই। এবং সদর হাসপাতালে রেফার্ড করি। তখনো রোগীর অবস্থা ভালো ছিলো, পরিবারের সদস্যরা তাকে বাড়িয়ে যায়। রাতে জেনেছি তিনি মারা গেছেন।’

এ বিষয়ে কুতুবপুর ক্যাম্প ইনচার্জ (এসআই) ফরিদুল ইসলাম বলেন, ‘অপমৃত্যুর বিষয়ে জানতে পেরে আমরা লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন এবং লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা বিষপানে মৃত্যুর কথা জানিয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মংনাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।