দর্শনা, তিতুদহ-পদ্মবিলা ইউনিয়ন ও হাটবোয়ালিয়ায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সমাজের বিত্তবানদের প্রতি শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
- আপলোড টাইম : ১০:১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও পদ্মবিলা ইউনিয়ন, দর্শনা এবং আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা তিতুদহ বাজারে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপি নেতা মশিয়ার রহমান মিলন। এছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুজ্জোহা মুকুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, তিতুদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস আহমেদ পিণ্টু, তিতুদহ ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আলতাফ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাইদুর রহমান সজিব, জিল্লুর রহমান, আবু, নবী, জামাল, রাজ্জাক, আজিম, রহমত, বাপ্পি, জনি প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পাঁচমাইল বাজারে অসহায় হতদরিদ্রদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে সাবেক যুগ্ম সচিব ও বর্তমান জনতা ব্যাংকের পরিচালক ডক্টর এম এ সবুরের (হাড়োকান্দির সন্তান) পৃষ্ঠপোষকতায় জনতা ব্যাংকের পিএলসির সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার এসপিও সরোয়ার হোসেন, সিনিয়র অফিসার আহমেদ জুলফিকার রহমান, প্রিন্সিপাল এরিয়া অফিসার মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল এরিয়া ও সিনিয়র অফিসার আব্দুর রহিম, চুয়াডাঙ্গা রেল-বাজার শাখার সিনিয়র অফিসার রাসেল রানা, চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা শাখার অফিসার আবু হাসান, সদর থানা কৃষক দলের আহ্বায়ক সাজিবার রহমান, পদ্মবিলা ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি সালাউদ্দিন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার জোয়ার্দ্দার (হিমু), পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান কাজল ও আবু জুবায়ের গোল্ডেন মাস্টার। পরিচালনায় ছিলেন মিল্টন মালিথা।
অপর দিকে, দর্শনা পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট। গতকাল রোববার বেলা ১১টায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করেন। এর আগে তিনি একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছিলেন।
বর্তমানে দর্শনাসহ সারাদেশে শীতার্ত মানুষ প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে। ঠিক এমন সময়ে তার এই মহৎ উদ্যোগ গ্রামের মানুষের প্রশংসা অর্জন করেছে। চলতি শীত মৌসুমে দর্শনা এলাকায় বড় এনজিও প্রতিষ্ঠান, যেমন ওয়েভ ফাউন্ডেশনসহ অন্যান্য এনজিও এখনো শীতবস্ত্র বিতরণ শুরু করেনি। এ অবস্থায় দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণের উদ্যোগ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
হাবিবুর রহমান বুলেট দাবি করেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে প্রতিটি ঘরে শীতবস্ত্র পৌঁছানো সম্ভব হবে। তিনি আরও জানান, এরপরও যারা বৃদ্ধ বা অসহায় মানুষ আছেন, তাদের ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে, যাতে তার গ্রামের কেউ শীতে কষ্ট না পায়। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক বিত্তবান মানুষ থাকলেও তাদের মধ্যে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে তিনি নিজে মানবিকতা প্রদর্শন করে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা প্রশংসনীয়।
অন্যদিকে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় গ্রামের ৫০ জন গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ঝণ্টু মিয়া, জামায়াত নেতা সফিল মেম্বার, ইকরামুল হক, যুবনেতা আসাদুজ্জামান রিমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক জাহিদ হোসেন জিণ্টুসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।