ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদকের দায়িত্বে মোহাম্মদ আলী

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছেন। গত ৮ জানুয়ারি দলীয় এক সিদ্ধান্তে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়। দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে ওই ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাময়িক বহিষ্কার করা হয় এবং পরবর্তী সময়ে অভিযোগের সত্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জাহিদুল ইসলাম (সোহেল)-এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এ প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি দায়িত্ব গ্রহণ করেছি। নেতাকর্মীদের সমন্বয়ে দলীয় কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব।’
পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত, আমি মনে করি এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদকের দায়িত্বে মোহাম্মদ আলী

আপলোড টাইম : ১০:৩০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (সোহেল) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছেন। গত ৮ জানুয়ারি দলীয় এক সিদ্ধান্তে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়। দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে ওই ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাময়িক বহিষ্কার করা হয় এবং পরবর্তী সময়ে অভিযোগের সত্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জাহিদুল ইসলাম (সোহেল)-এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এ প্রসঙ্গে মোহাম্মদ আলী বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি দায়িত্ব গ্রহণ করেছি। নেতাকর্মীদের সমন্বয়ে দলীয় কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব।’
পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত, আমি মনে করি এই সিদ্ধান্ত দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে।’