জীবননগর হাসপাতাল পরিদর্শনে লোকমোর্চার টিম
অপারেশন থিয়েটার চালুর দাবি- আপলোড টাইম : ০৯:৫৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কমকতার সাথে মতবিনিময় করেছে লোকমোর্চার একটি দল। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন তারা।
এসময় উথলী ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, জীবননগর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন শুধু জীবননগর উপজেলার মানুষ নয় মহেশপুর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেশকিছু স্থানের মানুষ। কিন্তু হাসপাতালে লোকবল কম। পরীক্ষা-নিরীক্ষার যে মেশিন আছে তার বেশিরভাগ নষ্ট। শুধু তাই নয় হাসপাতালে এক সময় অপারেশন থিয়েটার চালু ছিল, কিন্তু সেটা শুধুমাত্র অ্যানেসথেশিয়া ডাক্তার না থাকায় বন্ধ রয়েছে। হাসপাতালে অপারেশনটা চালু থাকলে গ্রামের অনেক মানুষ উপকৃত হতো। আমরা চাই কর্তৃপক্ষ যেন আবার হাসপাতালে অপারেশন থিয়েটার চালুর ব্যবস্থা করে।
জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কমকতা ডা. মো. মকবুল হোসেন বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম, ২য়, ৩য় ও ৪থ শ্রেণির মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১২৭ জন থাকলেও সেখান আছে মাত্র ৮৬জন বাকি। ৪১টি পদ ফাঁকা থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেও এখনো পর্যন্ত কোনো ফল পাইনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি রেনুকা আক্তার রিতা, উথলী ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা লোকমোর্চার সহ-সাধারণ সম্পাদক সাজেদা আক্তার সাজু, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, হাসাদহ ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক পাভেল মেহমুদ আ. রব, উথলী ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য মো. সাজেদুর রহমান, লোকমোর্চার সিনিয়র প্রোগ্রাম অফিসার আ. আলীম সজল প্রমুখ।