চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শিশুরা পেল উষ্ণতার পরশ- আপলোড টাইম : ০৯:১৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৭২ বার পড়া হয়েছে
শীতের প্রকোপে জেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। শিশু, অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য কম্বল, চাদরসহ বিভিন্ন পোশাক বিতরণের মাধ্যমে এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলা হাটকালুগঞ্জ এক নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে সংযোগ চুয়াডাঙ্গা টিমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সার্বিক দায়িত্ব ছিলেন টিম কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান, মিডিয়া কো-অর্ডিনেটর সুমন সরদার, স্টোর কো-অর্ডিনেটর মাহিন বিল্লাহ, কোর ভলান্টিয়ার আফরান মারুফ।
এদিকে, শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চুয়াডাঙ্গা ডেভলপমেন্ট ফোরাম। গতকাল বেলা ৩টায় শহরের শহিদ হাসান চত্বরের পৌর মুক্তমঞ্চে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) রিপন কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগোলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অসচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। জেলার অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশা করি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে। এসময় উপস্থিত ছিলেন ট্র্যাফিক ইন্সেপেক্টর সোহেল রানা, ফুটবলার মিলন বিশ^াস, চুয়াডাঙ্গা ডেভলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ভলান্টিয়ার্স আহসান সাকিব, আব্দুল্লাহ বিশ^াস, রাতুল হাসান, সিফাত হোসেন, আকাশ আহম্মেদ, আবু সাইদ, ইমন হোসেন প্রমুখ।
অন্যদিকে, আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের হাড়োকান্দি গ্রামে জনতা ব্যাংক পিএলসির সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় হতদরিদ্রদের মাঝে ও হাড়োকান্দি গ্রামের হাজী বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক যুগ্ম সচিব ও বর্তমান জনতা ব্যাংকের পরিচালক হাড়োকান্দির সন্তান ডক্টর এম এ সবুর। এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের এজিএস চুয়াডাঙ্গা এরিয়া অফিসার আশরাফুজ্জামান, ম্যানেজার এসপিও চুয়াডাঙ্গা শাখার সরোয়ার হোসেন, সিনিয়র অফিসার আহমেদ জুলফিকার রহমান, প্রিন্সিপাল এরিয়া অফিসার মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল এরিয়া ও সিনিয়র অফিসার আব্দুর রহিম, চুয়াডাঙ্গা রেল-বাজার শাখার সিনিয়র অফিসার রাসেল রানা, চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা শাখার অফিসার আবু হাসান, পদ্মবিলা ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি সালাউদ্দিন, আবু জুবায়ের গোল্ডেন মাস্টার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিল্টন মালিথাসহ প্রমুখ।