চুয়াডাঙ্গায় ক্যাডেট একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৫:১৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় একটি ক্যাডেট একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক মাথাভাঙ্গা’র সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব সাফফাতুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, অ্যাড. নাজমুল হাসান লাভলু, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের প্রভাষক আহসানূল হক আসাদ, চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমঙ্গীর হোসেন, দামুড়হুদার কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।