দামুড়হুদার হাউলী ইউপির ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা
নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান
- আপলোড টাইম : ০৫:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জয়রামপুর ইউথ ক্লাব মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সোলেমান মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মণ্টু মিয়া ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলীয় ঐক্য বজায় রেখে ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। কর্মী সভায় বক্তারা দলীয় আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বক্তারা আশা করেন, এই কর্মী সভা ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন এবং সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম ও আব্দুস সালাম।
হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের নেতা মমিনুল ইসলাম, ইজাজুল হক, শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক আশাদুল হক, হাউলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শমসের আলী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন যুবদলের নেতা আরিফুল ইসলাম, সুমন ও দেলোয়ার।
এছাড়া হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজির হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, হাউলী ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সদস্য আশরাফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই কর্মীসভায় উপস্থিত ছিলেন।