আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় তাফসিরুল মাহফিলের প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৫:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় তাফসিরুল কুরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় বড় বোয়ালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম উদ্যোক্তা ও আয়োজক কমিটির সভাপতি জনি আহমেদের নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়। বড় বোয়ালিয়া যুবসমাজের উদ্যোগে এবং ঈদগাহ কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রবিউল ইসলাম, বড় বোয়ালিয়া পুরাতন জামে মসজিদ সভাপতি জমির উদ্দিন, ব্যাংক কর্মকর্তা টিপু সুলতান, জয়নাল আবেদীন ও বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন।
যুবসমাজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আহমেদ, রনি আহমেদ, নাহিদ ইসলাম, স্বপন আলী, শাহজামাল হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাসুদ করিম প্রমুখ।
মাহফিলে গত দুই বছর ধরে আর্থিক সহযোগিতা করে আসছেন প্রবাসী জনি আহমেদ। সার্বিক সহযোগিতায় আছে বড় বোয়ালিয়া যুবসমাজ ও গ্রামবাসী। আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রথম দিনের প্রধান বক্তা থাকবেন এরশাদ আলী নোমানী, চুয়াডাঙ্গা। বিশেষ বক্তা থাকবেন আ.কাদের (আলমডাঙ্গা)। দ্বিতীয় দিনের প্রধান বক্তা থাকবেন আলমগীর হোসেন বিপ্লবী (নীলফামারী) ও বিশেষ বক্তা থাকবেন জাহাঙ্গীর আলম জিহাদী (মেহেরপুর)।