হাটবোয়ালিয়ায় বিলুপ্তপ্রায় গাদন খেলা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৫:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিলুপ্তপ্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকির আয়োজনে এবং প্রবীণ খেলোয়াড় ফজলুল হকের তত্ত্বাবধানে এই খেলায় চারটি দল অংশগ্রহণ করে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিউল হুদা, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জান মহাম্মদ, সহসভাপতি আহাদ আলী, আব্দুস সোবহান, সাংবাদিক মুর্শিদ কলিন, মেরিন ইঞ্জিনিয়ার ফকরুল ইসলাম সেলিম, যুবনেতা সেলিম রেজা, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি রাসেল হুদা, বিএনপি নেতা আব্দুর রউফ খোকন, আমান উল্লাহ আমান, আযুব আলী, মহিদুল ইসলাম, মিলন, আপন, শামিম, জামায়াত নেতা রাইতাল হক, নূর মোহাম্মদ প্রমুখ।
খেলায় আলমডাঙ্গার ওসমানপুর দলকে হারিয়ে গাংনীর কড়ুইগাছী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন।