জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন
আদর্শ দেশ গড়ার প্রতিশ্রুতি দিতে এই সমাবেশ করব- রুহুল আমিন
- আপলোড টাইম : ০৬:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে আলমডাঙ্গা থানা জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় আলমডাঙ্গা কলেজ থেকে শুরু হয়ে শোডাউনটি শহর প্রদক্ষিণ করে। এরপর এটি কুমারী, হারদী, হাটবোয়ালিয়া, আসমানখালী, ভালাইপুর মোড় হয়ে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। এসময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই শোডাউন প্রমাণ করে জামায়াতের নেতা-কর্মীরা আন্তরিকভাবে সক্রিয়। ১৭ জানুয়ারির জনসভায় যে ইতিহাস তৈরি হবে, তা কেউ ভাঙতে পারবে না। আমাদের সমাবেশ হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে। এ সমাবেশ মানবতার মুক্তি, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হবে। আমরা বৈষম্য দূর করতে এবং একটি আদর্শ দেশ গড়ার প্রতিশ্রুতি দিতে এই সমাবেশ করব।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, নূর মোহাম্মদ টিপু ও দারুস সালাম। আরও বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা শাখার আমির আব্বাস উদ্দিন এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম।
আলোচনা সভার পর টাউন ফুটবল মাঠ থেকে পুনরায় মিছিল বের হয়, যা মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়, ঘোলদাড়ী বাজার, খাসকররা কলেজে গিয়ে শেষ হয়। সেখানে জুমার নামাজ আদায় করা হয়। জুমার পর মোটরসাইকেল শোডাউনটি নাগদাহ, বেলগাছি, ডাউকি, জামজামী হয়ে আলমডাঙ্গায় এসে শেষ হয়।
এই মোটরসাইকেল শোডাউনে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী এবং গাংনী-আসমানখালী সাংগঠনিক শাখার আমির আব্বাস উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেয়। উল্লেখ্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ১৭ জানুয়ারি বেলা ২টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।