শিরোনাম:
মহেশপুর সীমান্তে ৬৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৫:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মহেশপুরের মেদিনীপুর ও বাঘাডাঙ্গা গ্রাম থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির মিডিয়া সেল গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মেদিনীপুর বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২২ হাজার পিস ভারতীয় ইয়াবা ও পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক ও দেশীয় তৈরি পিস্তল মহেশপুর থানায় জমা করা হয়েছে।
ট্যাগ :