ইপেপার । আজ শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সাহিত্য আসর পদধ্বনি’র ১৫৫৮তম পর্ব অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সাহিত্য পাঠের আসর পদধ্বনি’র ১৫৫৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের কার্যালয়ে এ আসরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে সাপ্তাহিক সাহিত্য আসেরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক সিদ্দিকুর রহমান। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।

কাজল মাহমুদের সঞ্চালনায় এই আসরে সরচিত লেখা পাঠ করেন হারুন-অর রশিদ, মিম্মা সুলতানা মিতা, সহিদুল ইসলাম, খন্দকার রাবিয়া খাতুন রাবু, গুরু কাজল মল্লিক, লতিফা রহমান বনলতা, আবু নাসিফ খলিল, নাজনীন নাহার রিম্পা, সুমন মালিক ও আব্দুর রহিম। পঠিত লেখাসহ সাংগঠনিক বিষয়ের ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, শাহজাহান আলী বিশ্বাস, সরদার আলী হোসেন, অ্যাড. বজলুর রহমান, তৌহিদ হোসেন, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও ইকবাল আতাহার তাজ।

এছাড়াও আসরে উপস্থিত ছিলেন নজির আহমেদ, শেখ পিণ্টু, হোসেন মোহাম্মাদ ফারুক ও গোলাম কবীর মুকুল। সভাপতির বক্তব্যে ইকবাল আতাহার তাজ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সকল সদস্যের উদ্দেশ্যে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংগঠনের ‘সাধারণ সভা’কে সফল করার লক্ষ্যে উপস্থিতিসহ সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সাহিত্য আসর পদধ্বনি’র ১৫৫৮তম পর্ব অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা সাহিত্য পাঠের আসর পদধ্বনি’র ১৫৫৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের কার্যালয়ে এ আসরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে সাপ্তাহিক সাহিত্য আসেরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক সিদ্দিকুর রহমান। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।

কাজল মাহমুদের সঞ্চালনায় এই আসরে সরচিত লেখা পাঠ করেন হারুন-অর রশিদ, মিম্মা সুলতানা মিতা, সহিদুল ইসলাম, খন্দকার রাবিয়া খাতুন রাবু, গুরু কাজল মল্লিক, লতিফা রহমান বনলতা, আবু নাসিফ খলিল, নাজনীন নাহার রিম্পা, সুমন মালিক ও আব্দুর রহিম। পঠিত লেখাসহ সাংগঠনিক বিষয়ের ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, শাহজাহান আলী বিশ্বাস, সরদার আলী হোসেন, অ্যাড. বজলুর রহমান, তৌহিদ হোসেন, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও ইকবাল আতাহার তাজ।

এছাড়াও আসরে উপস্থিত ছিলেন নজির আহমেদ, শেখ পিণ্টু, হোসেন মোহাম্মাদ ফারুক ও গোলাম কবীর মুকুল। সভাপতির বক্তব্যে ইকবাল আতাহার তাজ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সকল সদস্যের উদ্দেশ্যে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংগঠনের ‘সাধারণ সভা’কে সফল করার লক্ষ্যে উপস্থিতিসহ সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।