জীবননগর মিনাজপুরে সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণের দাবি মানববন্ধন
- আপলোড টাইম : ০৬:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুরে ব্যক্তি মালিকানা জমি ছেড়ে সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে মিনাজপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের মো. আবু হানিফ, মিলন, মো. আলী হোসেন, মো. শাহাজান আলী, মো. বাবুল হোসেন, মো. তোফাজ্জল, খালেক ব্যাপারী, আলী হোসেন, রোকন প্রমুখ।
বক্তারা বলেন, এখানে ১৫টি পরিবারের বসবাস। কারও বসতভিটার জমি ৫ শতক, কারও ৬ কিংবা ৯ শতক। ২৫-৩০ বছর আগে যখন বাঁকা ব্রিক ফিল্ড-আন্দুলবাড়ীয়া রাস্তা নির্মাণ হয়, তখন তাদের বাড়ির সামনের সরকারি রাস্তার অংশ অনেক নিচু ছিল। সেই সময় একপ্রকার জোর করে সরকারি জমি ফেলে রেখে তাদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়।
তারা আরও বলেন, এই সুযোগে সেই সময়কার প্রভাবশালীদের সহযোগিতায় টিনের বেড়া দিয়ে সরকারি রাস্তার জমি দখল নেন আক্কাস আলী, নিয়াকত আলী, মোমিন, জুয়েল, আরশাফুল, আব্দুল জলিল, রফিজ উদ্দিন, শহিদুল এবং মহিদুল। এতদিন এ বিষয়ে তারা প্রতিবাদ করলে বিএনপি-জামায়াত বলে ট্যাগ দেওয়া হতো। এখন ইউনিয়ন বিএনপির এক নেতা তাদের আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছেন। তারা বলেন, ‘আমরা আমাদের জমি ফেরত চাই। সরকারি জায়গা দিয়ে রাস্তা নির্মাণ হলে আমাদের কোনো আপত্তি নেই।’
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে চাইলে তারা দোকান এবং বাড়ি থেকে দ্রুত সরে যান। জীবননগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সেখানে রাস্তা নিয়ে ঝামেলা আছে। এ কারণে সেখানকার রাস্তা নির্মাণকাজ বন্ধ রয়েছে। আমরা কাউকে উচ্ছেদ করতে পারব না। বিষয়টি সমাধান না হলে কাজ বন্ধ থাকবে।’