বাজিতপুরের পরিচিত মুখ মোজাম্মেল হকের ইন্তেকাল
- আপলোড টাইম : ০৫:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মীরপুর উপজেলার বাজিতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ক্যানসারে আক্রান্ত এই সমাজসেবক গতকাল শুক্রবার ভোর ৬টায় নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বাজিতপুর গ্রামের মসজিদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হক বেশ কিছুদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গ্রামের মানুষসহ আত্মীয়-স্বজন একনজর দেখতে ছুটে আসেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, গতকাল বেলা ১১টায় মসজিদের পাশে নামাজের জানাজার পর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন জামায়াতে ইসলামী নেতা মো. লাল মোহাম্মদ, মানোয়ার হোসেন, আবদুল্লাহ, খন্দকার হামিদুল আজম, ডিপু মিয়া, জাহাঙ্গীর হোসেন, আব্দুল গনি, উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, সাবেক সেনাকর্মকর্তা শাহাদত হোসেন, ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, হারদী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, কথাসাহিত্যিক পিণ্টু রহমান, মহিবুল মাস্টার, রবিউল ইসলাম, শাহালম আলী, লালু মিয়া, কামাল হোসেন, জাহিদুল ইসলাম মিণ্টু, শওকত আলী প্রমুখ। জানাজা নামাজ পড়ান মসজিদের ইমাম তাহের আলী।