চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিভিন্ন সংগঠন
- আপলোড টাইম : ০৫:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
শীতের প্রকোপে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। অসহায় ও দুস্থ মানুষের জন্য কম্বল, চাদরসহ বিভিন্ন পোশাক বিতরণের মাধ্যমে এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্ব। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয় চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের সদস্যসহ অন্যান্যদের অনুদানের অর্থে কেনা শীত নিবারণের জন্য কম্বল, চাদরসহ নানাবিধ পোশাকাদি গত ৯ ও ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রদান করা হয়। আগামী ১৪ তারিখ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে বলে সংগঠনের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে।
এদিকে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন বিএনপির সহ-যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামের আয়োজনে যাদবপুর গ্রামে বিকেল সাড়ে চারটায় এ কম্বল বিতরণ করা হয়। জীবননগর পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদরউদ্দিন বাদল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বকতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবলু, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সীমান্ত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আ. সালাম, ৯ নম্বর ওয়ার্ড কৃষক দল নেতা খোকন, যুবদল নেতা বাবলুর রহমান বাবু, শান্ত প্রমুখ।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। ‘এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত’ স্লোগানে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া, মালোপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শীতার্ত মানুষদের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ বিশ্বাস। সঞ্চালনে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজান মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল আলম, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান, নাহিদ আহমেদ, ইমন বিশ্বাস, আলাল হোসেন, মিজু, ইসমাইল শাহ, জনি নাজমুল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কিশোর সংঘ ফাউন্ডেশন অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণীর আয়োজন করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা নাজমুস শাকিব, এ কে এম ওহিদুল ইসলাম, সভাপতি তানভির আহম্মেদ প্রিন্স ও সাধারণ সম্পাদক শাকিব আহম্মেদ বাপ্পি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলেও জানায় আয়োজকরা।