চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা
জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব- টনিক
- আপলোড টাইম : ০৫:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আরিফ জোয়ার্দ্দার সোনা, সদস্যসচিব মামুন-উর-রশিদ টনিক, সদস্য শরিফুল ইসলাম টোকন, হাজী আলমগীর কোবির ও তরিকুল ইসলাম সোহেলকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর চেম্বার অব কমার্সে এ শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সংগঠন সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উল ইসলাম কাজল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মীর শুভ মাজান ও অনিক প্রমুখ। এছাড়াও সদস্যসচিবের নিজ ব্যবসায়িক অফিসে শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক অহনাফ শারিয়ার শনি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আলী লিমন, লিমন প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যসচিব মামুন-উর-রশিদ টনিক বলেন, ‘আমরা একটি সম্মিলিত প্রচেষ্টায় জেলার ট্রাক মালিকদের সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করব। সকল মালিকদের সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অঙ্গীকারবদ্ধ যে, এলাকার উন্নয়নে সবধরণের সহযোগিতা প্রদান করব এবং সকল সমস্যা সমাধানে পদক্ষেপ নেব।’