ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দামুড়হুদার হাউলী ও মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

দামুড়হুদায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে দেশের উন্নয়ন ও সম্ভবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি এবং নেতৃত্ব গঠনে তারুণ্যের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়জনসহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। কর্মশালাটি তরুণদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সচিব মনিরুজ্জামান মনির, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মুকুল হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান, রিকাত আলী, সংরক্ষিত মহিলা সদস্য রওশনারা রাণী, রহিমা আক্তার, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য মমিনুল ইসলাম মমিন, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন বাবু, সাধারণ সম্পাদক তানজির হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, হাউলী ইউনিয়ন ছাত্র দলের অন্যতম সদস্য আশরাফুল ইসলাম।

এদিকে মেহেরপুরের বূড়িপোতা ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতটি বিভাগে অংশগ্রহণকারী সদস্যরা তাদের নিজস্ব মতামত দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স পার্সন মো. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিয়ন ট্যাগ অফিসার, মো. ইমান আলী, উপজেলা পাট বীজ অফিসার প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার হাউলী ও মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

আপলোড টাইম : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

দামুড়হুদায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে দেশের উন্নয়ন ও সম্ভবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি এবং নেতৃত্ব গঠনে তারুণ্যের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়জনসহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। কর্মশালাটি তরুণদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সচিব মনিরুজ্জামান মনির, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মুকুল হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান, রিকাত আলী, সংরক্ষিত মহিলা সদস্য রওশনারা রাণী, রহিমা আক্তার, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য মমিনুল ইসলাম মমিন, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন বাবু, সাধারণ সম্পাদক তানজির হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, হাউলী ইউনিয়ন ছাত্র দলের অন্যতম সদস্য আশরাফুল ইসলাম।

এদিকে মেহেরপুরের বূড়িপোতা ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতটি বিভাগে অংশগ্রহণকারী সদস্যরা তাদের নিজস্ব মতামত দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স পার্সন মো. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউনিয়ন ট্যাগ অফিসার, মো. ইমান আলী, উপজেলা পাট বীজ অফিসার প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন প্রমুখ।