শিরোনাম:
হরিণাকুণ্ডে গভীর রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
- আপলোড টাইম : ১১:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
হরিণাকুণ্ডুু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিএম তারিক উজ জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান গভীর রাতে ঘুরে ঘুলে শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন । গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কনকেন শীতের মধ্যে তারা ভাসমান শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নির্দেশে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান প্রতিদিন রাতেই শীতবস্ত্র বিতরণের জন্য বের হচ্ছেন। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকৃত শীতার্ত ভুক্তভোগীদের মাঝে এই কম্বল বিতরণ করছি। শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে শীতের তীব্রতা থেকে সবাই সুরিক্ষিত থাকে।
ট্যাগ :