ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইম্পেক্স মটরের কর্মচারী সাগর একই উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মুনসুর আলী ছেলে। দুর্ঘটনায় রকি নামের একজন আহত হয়েছেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন জানান, সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়ালের জন্য বের হলে রাস্তায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। এদিকে গ্রামবাসী জানায়, ১০ দিন আগে নিহত সাগর ইমপেক্স মটর কোম্পানিতে কাজ শুরু করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

আপলোড টাইম : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইম্পেক্স মটরের কর্মচারী সাগর একই উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মুনসুর আলী ছেলে। দুর্ঘটনায় রকি নামের একজন আহত হয়েছেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন জানান, সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়ালের জন্য বের হলে রাস্তায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় রকি নামের ওই মোটরসাইকেলের মালিক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। এদিকে গ্রামবাসী জানায়, ১০ দিন আগে নিহত সাগর ইমপেক্স মটর কোম্পানিতে কাজ শুরু করেন।