ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচরণ

চিকিৎসকদের মাঝে ক্ষোভ, জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সাথে অসৌজন্যমূলক আচরণের পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন চিকিৎসকেরা। পরিস্থিতির উন্নতি না হলে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন কঠোর কর্মসূচির প্রস্তুতিও নিয়ে রাখেন। অবশেষে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার বিষয়টি মিটমাট হয়।

জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার (৬ জানুয়ারি) দুপুরে একটি চিহ্নিত মহল বহিরাগতদের নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের অফিসকক্ষে প্রবেশ করে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে তিনি অপমানিত বোধ করেন। এ খবর দ্রুত ঝিনাইদহের চিকিৎসক, সুশীল সমাজ ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ হাসপাতালের কর্মরত ডাক্তাররা এক সভা আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট চিঠি দেন।

পাশাপাশি সংবাদ সম্মেলন ও সুধীজনকে অবহিত করারও সিদ্ধান্ত নিয়ে রাখেন। ওই সভায় ২৮ জন চিকিৎসক ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের হস্তক্ষেপে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু হুরাইরা ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের মধ্যে ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আনোয়ারুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডা. মার্ফিয়া খাতুন, ডা. মো. রেজাউল ইসলাম ও মেডিসিন বিশেষজ্ঞ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে অসৌজন্যমূলক আচরণ

চিকিৎসকদের মাঝে ক্ষোভ, জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা

আপলোড টাইম : ১১:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সাথে অসৌজন্যমূলক আচরণের পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন চিকিৎসকেরা। পরিস্থিতির উন্নতি না হলে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন কঠোর কর্মসূচির প্রস্তুতিও নিয়ে রাখেন। অবশেষে ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়ালের হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার বিষয়টি মিটমাট হয়।

জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার (৬ জানুয়ারি) দুপুরে একটি চিহ্নিত মহল বহিরাগতদের নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের অফিসকক্ষে প্রবেশ করে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে তিনি অপমানিত বোধ করেন। এ খবর দ্রুত ঝিনাইদহের চিকিৎসক, সুশীল সমাজ ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ হাসপাতালের কর্মরত ডাক্তাররা এক সভা আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট চিঠি দেন।

পাশাপাশি সংবাদ সম্মেলন ও সুধীজনকে অবহিত করারও সিদ্ধান্ত নিয়ে রাখেন। ওই সভায় ২৮ জন চিকিৎসক ও ১৬ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের হস্তক্ষেপে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু হুরাইরা ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের মধ্যে ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আনোয়ারুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডা. মার্ফিয়া খাতুন, ডা. মো. রেজাউল ইসলাম ও মেডিসিন বিশেষজ্ঞ জাকির হোসেন উপস্থিত ছিলেন।