জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান
ভারতে প্রবেশের সময় ২৪ নারী-পুরুষ আটক
- আপলোড টাইম : ১০:১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২৪ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জানা গেছে, আটককৃতদের বেশিরভাগই পুরুষ। এর মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। আটকৃতরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর জীবননগর উপজেলা সীমান্তে এবং মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোসালপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালায় বিজিবি।
অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষসহ ২৪ জনকে আটক করেন বিজিবির সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা করে জীবননগর ও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসের ৮ দিনে ৮৯ জনকে বিজিবি আটক করল। এছাড়া ২০২৪ সালে দুই হাজার ২৫৭ জন বাংলাদেশি, ৩৪ জন ভারতীয় নাগরিক ও ২০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে মহেশপুর-৫৮ বিজিবি।