ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনা

সড়কে ঝরল তিন কলেজছাত্রের তরতাজা প্রাণ

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৮:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ও সন্ধ্যায় এসব সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। অতি দ্রুতগতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ভেতরে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিয়াম হোসেন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুতগতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অপর দিকে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী (১৭) নামের কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার খালাতো ভাই খোকন (২৩)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

পুলিশ আরও জানায়, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেলে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। তারা ওলিনগর নামক স্থানে দ্রুতগামী একটি সবজি বোঝায় ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আহত খোকনকে বামন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানা পরিদর্শক (তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনা

সড়কে ঝরল তিন কলেজছাত্রের তরতাজা প্রাণ

আপলোড টাইম : ০৮:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ও সন্ধ্যায় এসব সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। অতি দ্রুতগতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ভেতরে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিয়াম হোসেন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুতগতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অপর দিকে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী (১৭) নামের কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার খালাতো ভাই খোকন (২৩)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

পুলিশ আরও জানায়, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেলে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। তারা ওলিনগর নামক স্থানে দ্রুতগামী একটি সবজি বোঝায় ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আহত খোকনকে বামন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানা পরিদর্শক (তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।