ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফুরফুরা শরীফের ন’হুজুর কেবলার ৪৪তম ওফাত দিবস আজ

দুই বাংলার ভক্তরা পালন করবে নানা কর্মসূচি

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৩:৪২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

ফুরফুরা শরীফের পীর-এ-কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মাওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এর ৪৪তম ওফাত দিবস আজ মঙ্গলবার (৭ জানুয়ারি)। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে সাথে দিবসটি পালনের জন্য এপার বাংলা এবং ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জমিয়তে জাকেরীনের পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়।
দিবসটি পালনে ঝিনাইদহ শহরের আব্বাস উদ্দীন (রহ.) সড়কস্থ ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফ, ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস এবং খুলনা শহরে সন্ধ্যায় সওয়াব রেসানী, জিকির, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ভারতের ফুরফুরা দরবার শরীফেও দিবসটি পালিত হচ্ছে। ১৯৮২ সালের এই দিনে ন’হুজুর পীর কেবলা নামে পরিচিত ফুরফুরা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী (রহ.) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। প্রতিবছরই দুই বাংলার ভক্ত আশেকানরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করেন।
হুজুরের ৪৪তম ওফাত দিবস পালনের প্রাক্কালে ন’হুজুর পীর কেবলার পৌত্র ও জমিয়তে জাকেরীনের মুখ্য নির্দেশক মাওলানা মোহাম্মদ আল্লামা জাবিহুল্লাহ (মাদ্দ.) সিদ্দিকী সওয়াব রেসানী, জিকির, মিলাদ এবং দোয়ার মাহফিলে শরিক হয়ে মুরীদ ও ভক্ত আশেকানদের অশেষ নেকি হাসিল করার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ফুরফুরা শরীফের ন’হুজুর কেবলার ৪৪তম ওফাত দিবস আজ

দুই বাংলার ভক্তরা পালন করবে নানা কর্মসূচি

আপলোড টাইম : ০৩:৪২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

ফুরফুরা শরীফের পীর-এ-কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মাওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী ন’হুজুর পীর কেবলা (রহ.)-এর ৪৪তম ওফাত দিবস আজ মঙ্গলবার (৭ জানুয়ারি)। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে সাথে দিবসটি পালনের জন্য এপার বাংলা এবং ওপার বাংলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জমিয়তে জাকেরীনের পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়।
দিবসটি পালনে ঝিনাইদহ শহরের আব্বাস উদ্দীন (রহ.) সড়কস্থ ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফ, ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস এবং খুলনা শহরে সন্ধ্যায় সওয়াব রেসানী, জিকির, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ভারতের ফুরফুরা দরবার শরীফেও দিবসটি পালিত হচ্ছে। ১৯৮২ সালের এই দিনে ন’হুজুর পীর কেবলা নামে পরিচিত ফুরফুরা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী (রহ.) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। প্রতিবছরই দুই বাংলার ভক্ত আশেকানরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করেন।
হুজুরের ৪৪তম ওফাত দিবস পালনের প্রাক্কালে ন’হুজুর পীর কেবলার পৌত্র ও জমিয়তে জাকেরীনের মুখ্য নির্দেশক মাওলানা মোহাম্মদ আল্লামা জাবিহুল্লাহ (মাদ্দ.) সিদ্দিকী সওয়াব রেসানী, জিকির, মিলাদ এবং দোয়ার মাহফিলে শরিক হয়ে মুরীদ ও ভক্ত আশেকানদের অশেষ নেকি হাসিল করার আহ্বান জানান।