ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১২:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ইউনিয়নের দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। বিএনপির প্রবীণ নেতা মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।
তিনি বলেন, ‘আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, আপনাদের ভোটের মাধ্যমে এই দল ৩ বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। তখন এই বাংলাদেশকে উন্নত দেশ গড়তে ব্যাপক ভূমিকা পালন করেছে। ৬৮ হাজার গ্রামে গ্রাম সরকার গঠন করে গ্রামের মানুষের কাছে ক্ষমতা দেওয়া হয়েছিল। বিগত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সামান্য অজুহাতে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বন্দি করে রেখেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু পালিয়ে যাননি, কারণ আপনাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। রাতের অন্ধকারে ভোটের বাক্স বোঝাই করে ক্ষমতায় আসেনি। অথচ দেখেন স্বৈরাচার হাসিনা ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘আসুন সকলে মিলে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হই।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলাউদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক আবু বক্কর মাস্টার। কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের পরিচালনা ও উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, তুষার, তৈয়ব আলী, শান্ত, সাইফুল ইসলাম, খোকন, যুবদল নেতা বুরহান উদ্দিন, জিয়াউর রহমান, ছাত্রদল নেতা আওয়াল, তুষার, হাসান আলী শুভ, শোভন, শাকিল আহমেদ, লাদেন হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপলোড টাইম : ১২:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ইউনিয়নের দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। বিএনপির প্রবীণ নেতা মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।
তিনি বলেন, ‘আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি। বিএনপি জনগণের দল, আপনাদের ভোটের মাধ্যমে এই দল ৩ বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। তখন এই বাংলাদেশকে উন্নত দেশ গড়তে ব্যাপক ভূমিকা পালন করেছে। ৬৮ হাজার গ্রামে গ্রাম সরকার গঠন করে গ্রামের মানুষের কাছে ক্ষমতা দেওয়া হয়েছিল। বিগত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সামান্য অজুহাতে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বন্দি করে রেখেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু পালিয়ে যাননি, কারণ আপনাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। রাতের অন্ধকারে ভোটের বাক্স বোঝাই করে ক্ষমতায় আসেনি। অথচ দেখেন স্বৈরাচার হাসিনা ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘আসুন সকলে মিলে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হই।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলাউদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক আবু বক্কর মাস্টার। কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের পরিচালনা ও উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, তুষার, তৈয়ব আলী, শান্ত, সাইফুল ইসলাম, খোকন, যুবদল নেতা বুরহান উদ্দিন, জিয়াউর রহমান, ছাত্রদল নেতা আওয়াল, তুষার, হাসান আলী শুভ, শোভন, শাকিল আহমেদ, লাদেন হোসেন প্রমুখ।