দামুড়হুদায় নারী-পুরুষের মাঝে মুরগির ঘর বিতরণ
- আপলোড টাইম : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় দেশীয় জাতের মুরগির উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণে ওয়েভ ফাউন্ডেশন পি.কে.এস.এফ এর সহায়তায় কৃষি ইউনিটের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বেলা তিনটায় ওয়েভ ফাউন্ডেশনের দামুড়হুদার কোষাঘাটায় গো-গ্রিন সেন্টারে অর্ধশত নারী-পুরুষের মাঝে মুরগির ঘরসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী মজিবর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় অর্ধশত মুরগির খামারিদের মাঝে মুরগির ঘরসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধ।