শিরোনাম:
হিজলগাড়ী বহুমুখী কওমী মাদ্রাসায় সুধী সমাবেশ ও প্রীতিভোজ
প্রতিবেদক, হিজলগাড়ী:
- আপলোড টাইম : ১০:১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিজলগাড়ী বহুমুখী কওমী মাদরাসার উদ্যোগে সুধী সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মাদরাসার হিজলতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. ফকির মোহাম্মদ। সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন বিশিষ্ট আলেম-ওলামা ও মাদরাসার সুধীগণ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুর রহমান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আবুল হোসেন, ডা. সুমন, হিজলগাড়ী মাদরাসার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, অর্থ সম্পাদক মীর মফিজ, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
ট্যাগ :