ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উদ্যাপনে ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির প্রস্তুতি সভা

যে যার স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির আহ্বায়ক নয়ন কুমার রাজবংশী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে সেমিনার ও ক্যাম্পেইন কর্মসূচির এ আয়োজন আমার একার পক্ষে কিংবা আমাদের কয়েকজনের পক্ষে সম্ভব না। সকলের সম্মিলিত প্রচেষ্টা যে কোনো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আমরা সকলে যে যার স্থান থেকে সর্বোচ্চটা দিতে চেষ্টা করব। যদি আমরা নিজের কাজ মনে করে সবদিক খেয়াল রাখি, তবেই এ অনুষ্ঠানটির সাফল্য আসবে।’

সভায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ, ফ্রন্টিয়ার টেকনোলজি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার, কিশোর-কিশোরীদের পুষ্টি, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য-সেবা ক্যাম্পেইন এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা সেমিনার আয়োজনে করণীয় বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার আব্দুর রহমান, সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক রুবেল হোসেন, সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা. শামীমা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) দিল আরা চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসক শাফিউল কবীর, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার অলোক বসু, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, আত্মবিশ্বাসের জনসংযোগ কর্মকর্তা নাহিদ ফাতেমা তামান্না, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সমন্বয়কারী আরিফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, যুগ্ম-আহ্বায়ক সিরাজাম মুনীরা, যুগ্ম-সদস্য সচিব রনি বিশ্বাস ও সদস্য মাহাবুবুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উদ্যাপনে ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির প্রস্তুতি সভা

যে যার স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার আহ্বান

আপলোড টাইম : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির আহ্বায়ক নয়ন কুমার রাজবংশী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে সেমিনার ও ক্যাম্পেইন কর্মসূচির এ আয়োজন আমার একার পক্ষে কিংবা আমাদের কয়েকজনের পক্ষে সম্ভব না। সকলের সম্মিলিত প্রচেষ্টা যে কোনো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আমরা সকলে যে যার স্থান থেকে সর্বোচ্চটা দিতে চেষ্টা করব। যদি আমরা নিজের কাজ মনে করে সবদিক খেয়াল রাখি, তবেই এ অনুষ্ঠানটির সাফল্য আসবে।’

সভায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ, ফ্রন্টিয়ার টেকনোলজি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার, কিশোর-কিশোরীদের পুষ্টি, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য-সেবা ক্যাম্পেইন এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা সেমিনার আয়োজনে করণীয় বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার আব্দুর রহমান, সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক রুবেল হোসেন, সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা. শামীমা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) দিল আরা চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসক শাফিউল কবীর, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার অলোক বসু, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, আত্মবিশ্বাসের জনসংযোগ কর্মকর্তা নাহিদ ফাতেমা তামান্না, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সমন্বয়কারী আরিফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, যুগ্ম-আহ্বায়ক সিরাজাম মুনীরা, যুগ্ম-সদস্য সচিব রনি বিশ্বাস ও সদস্য মাহাবুবুল ইসলাম।