২০ লাখ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে গৃহবধূর পলায়ন!
- আপলোড টাইম : ১২:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার কুমারি কামালপুর গ্রামের এক সন্তানের জননী পরকিয়া প্রেমিক আব্দুল্লার সাথে ২০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারি ইউনিয়নের কামালপুর গ্রামের ওই গৃহবধূ পরকিয়ায় জড়িত হয়ে তার স্বামীর ২০ লাখ টাকা আত্মসাত করে তার পরকিয়া প্রেমিক আব্দুল্লার সাথে পালিয়ে গেছেন। এ বিষয়ে জিনারুলের মা মো. আকলিমা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সুবারেক মন্ডলের ছেলে জিনারুল ইসলাম দুই বছর আগে স্ত্রী-সন্তান রেখে মালোয়েশিয়ায় চলে যান। এর মধ্যে তার স্ত্রী মোছা. তাসলিমা খাতুন কামালপুর গ্রামের কাজল মহুরির ছেলে আব্দুল্লার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। অন্যদিকে তার স্বামী জিনারুল বিদেশে চাকরি করে যে টাকা পাঠায় সেই টাকা তার স্ত্রীর নামে স্ট্যান্ডাড ব্যাংক ও কৃষি ব্যাংকে যে হিসাব খুলে রেখেছিল সেখানে জমা হতো। সেই হিসেবে ইতিমধ্যে ১০ লাখ টাকা জমা হয়েছে। তাসলিমা পরকিয়ায় জড়িয়ে পড়ার পর সে তার শাশুড়ি ও সস্তানের সাথে দুর্ব্যাবহার শুরু করেন। মাঝে মধ্যে তাসলিমার পরকিয়া প্রেমিক আব্দুল্লা তাদের বাড়িতে দেখা করতে আসত।
গত ১৯ ডিসেম্বর তাসলিমার শাশুড়ি ও সন্তান বাড়িতে না থাকার সুযোগ গরু বিক্রয় করা ৩ লাখ ও বাড়িতে থাকা ২ লাখ টাকা ও প্রায় ৩ লাখ টাকার গহনা, আসবাবপত্রসহ তার পরকিয়া প্রেমিক আব্দুল্লার সাথে পালিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। অনেক খোজাখুজি করে তাদের কোনো হদিস পাওয়ায় জিনারুলের মা আকলিমা খাতুন বাদী হয়ে তাসলিমার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
তাসলিমার বাবার বাড়ি কালিদাশপুর ইউনিয়নের পারকুলা গ্রামে। এ বিষয়ে আলমডাঙ্গার ওসি মাসুদুর রহমান বলেন, আকলিমা খাতুন তার বউমা তাসলিমা খাতুনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করছি। আব্দুল্লার সন্ধান পেলে দুজনকে আইনের আওতায় নিয়ে আসব।