শিরোনাম:
জীবননগরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি
জীবননগর অফিস:
- আপলোড টাইম : ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার মারুফদহ বাজার মসজিদের সামনে থেকে মোটরসাকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার জুম্মার নামাজের সময় এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদ গ্রামের মৃত রঞ্জু প্রধানের ছেলে আয়ুব হোসেন বলেন, আমার একই গ্রামের শ্যালক রকিবুল ইসলাম পাতা আমার মোটরসাইকেলটি নিয়ে মারুফদহ বাজার মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজের সময় চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে। অনুসন্ধান চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা যাবে।
ট্যাগ :