ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে প্রমিত বাংলা পরিষদ সম্মাননা পেলেন তিন গুণীজন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১১:৫২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

প্রমিত বাংলা পরিষদের আয়োজনে জীবননগরে বিভিন্ন ক্যাটাগরিতে তিন গুণী ব্যাক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। সাংবাদিকতা, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই তিন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় জীবননগর প্রেসক্লাব ভবনে তারা সংবর্ধিত হন।
প্রমিত বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. রুহুল আমীনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাংবাদিক আজাদ মালিতা, সংবর্ধিত অতিথি শিক্ষক আবুল হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ভৈরব সাহিত্য পরিষদের সভাপতি ডা. ইসাহাক আলী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান, জীবননগর প্রমিত বাংলা পরিষদের সম্পাদক শিক্ষক মমিন উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রমিত বাংলা পরিষদের সভাপতি সাংবাদিক এম আর বাবু।
আয়োজক কমিটি জানায়, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চুয়াডাঙ্গা রেল পাড়ার প্রথিতযশা সাংবাদিক আজাদ মালিতা ১৯৭৭ সালে দেশবাংলা পত্রিকার মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর তিনি ১৯৮৫ সালে দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা, বিটিভি, বাংলাদেশ এনা, বাংলাদেশ অবজারভার ও দৈনিক বাংলার বাণী পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৪ বারের সভাপতি নির্বাচিত হন। তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় জীবননগরের প্রাক্তন শিক্ষক আব্দুল হাশেম মাস্টার নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন।১৯৬৮ সালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন।১৯৯৭ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০০৫ সালে অবসর নেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জীবননগরের কৃতি ফুটবলার মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সম্মাননা পাচ্ছেন। তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা ও খুলনা লীগে ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনে তাঁর কৃতিত্ব অসাধারণ।কুষ্টিয়া জেলা ফুটবলে তিনি একজন অপরিহার্য খেলোয়াড় ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে প্রমিত বাংলা পরিষদ সম্মাননা পেলেন তিন গুণীজন

আপলোড টাইম : ১১:৫২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

প্রমিত বাংলা পরিষদের আয়োজনে জীবননগরে বিভিন্ন ক্যাটাগরিতে তিন গুণী ব্যাক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। সাংবাদিকতা, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই তিন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় জীবননগর প্রেসক্লাব ভবনে তারা সংবর্ধিত হন।
প্রমিত বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. রুহুল আমীনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সাংবাদিক আজাদ মালিতা, সংবর্ধিত অতিথি শিক্ষক আবুল হোসেন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ভৈরব সাহিত্য পরিষদের সভাপতি ডা. ইসাহাক আলী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান, জীবননগর প্রমিত বাংলা পরিষদের সম্পাদক শিক্ষক মমিন উদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রমিত বাংলা পরিষদের সভাপতি সাংবাদিক এম আর বাবু।
আয়োজক কমিটি জানায়, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চুয়াডাঙ্গা রেল পাড়ার প্রথিতযশা সাংবাদিক আজাদ মালিতা ১৯৭৭ সালে দেশবাংলা পত্রিকার মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর তিনি ১৯৮৫ সালে দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা, বিটিভি, বাংলাদেশ এনা, বাংলাদেশ অবজারভার ও দৈনিক বাংলার বাণী পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৪ বারের সভাপতি নির্বাচিত হন। তিনি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় জীবননগরের প্রাক্তন শিক্ষক আব্দুল হাশেম মাস্টার নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৬৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন।১৯৬৮ সালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন।১৯৯৭ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০০৫ সালে অবসর নেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জীবননগরের কৃতি ফুটবলার মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সম্মাননা পাচ্ছেন। তিনি বৃহত্তর কুষ্টিয়া জেলা ও খুলনা লীগে ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনে তাঁর কৃতিত্ব অসাধারণ।কুষ্টিয়া জেলা ফুটবলে তিনি একজন অপরিহার্য খেলোয়াড় ছিলেন।