দর্শনা, কার্পাসডাঙ্গা ও জীবননগরে শীতবস্ত্র বিতরণ
- আপলোড টাইম : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে দর্শনা প্রেসক্লাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার ইকরামুল হক পিপুল, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আওয়াল হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ হোসেন রয়েল।
অন্যদিকে, পৃথকভাবে চুয়াডাঙ্গা মেট্রো অফিসে বিএম মো. মকবুল হোসেন, মো. তরিকুল ইসলাম, মো. জাকারিয়া আলম, মো. ফিরোজ হোসেন হতদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় চুয়াডাঙ্গা মেট্রো অফিসে বিএম মো. মকবুল হোসেন বলেন, প্রচণ্ড শীতে মানুষের কষ্টের কিছু অংশে শরীক হয়েছি। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় ৭ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এর মধ্যে নারীদের জন্য কার্ডিগান ও পুরুষের জন্য সোয়েটার দেওয়া হয়েছে।
এছাড়াও, কার্পাসডাঙ্গায় লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্দ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কার্পাসডাঙ্গার ব্যাবসায়ী আ. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংকা বাংলা ফাউন্ডেশনের সাউথ রিজিওন ক্লাস্টার হেড মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী। এছাড়া উপস্থিত ছিলেন লংকা বাংলা কুষ্টিয়া শাখা ব্রাঞ্চ ম্যানেজার আহসান হাবিব, রিলেশনসিপ ম্যানেজার নাসির উদ্দিন, অফিসার ওহিদুল ইসলাম, শাফায়েত হোসেন প্রমুখ।
এদিকে, এনাম কেমিকেল কলেজের স্পন্দন ক্লাবের সহযোগিতায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের ঈদগা মাঠে ইউনিয়নের ৪০০ জন গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়েছে। এসময় সমাজসেবক রজব আলী শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনাম কেমিকেল কলেজের ফিজিক্স বিভাগের প্রভাষক ডা. প্রাণ আশরাফ। বিশেষ অতিথি ছিলেন স্পন্দন ক্লাবের সভাপতি মো. তানবিন রহমান, সাধারণ সম্পাদক আতিক শরূপ, স্পন্দন ক্লাবের সাবেক সভাপতি ডা. রাকিব খান ও ডা. জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসিব হাসান, রাশেদ খান নয়ন, সজিব আহমেদ, অভি, মারজান, আসলাম, রাজু প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. রাফিউল ফাহিম।