শিরোনাম:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে জামায়াতের প্রস্তুতি সভা
আলমডাঙ্গা অফিস:
- আপলোড টাইম : ০৮:০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব জামজামি ইউনিয়নের সোহাগপুর জামে মসজিদে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কাশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামজামি ইউনিয়ন শাখার আমির ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম, ইউনিয়ান প্রচার সেক্রেটারি নাসির উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. এনামুল হক, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আকবর আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ট্যাগ :