ঢাকা উত্তর ছাত্রদলের সম্পাদক হলেন মহেশপুরের সন্তান লিপকন
- আপলোড টাইম : ০৬:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটিতে সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজ-উর-রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।
মাহ্ফুজ-উর-রহমান লিপকন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিতুমীর কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন লিপকন। বিগত সময়ে রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হন মাহফুজ-উর-রহমান লিপকন। অবশেষে তিতুমীর কলেজ ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ- উর রহমান লিপকন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের সন্তান। ছাত্রদলের গুরুত্বপূর্ণ একটি ইউনিটে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় খুশি ঝিনাইদহ-মহেশপুরবাসী। জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানিয়ে মাহফুজ-উর রহমান লিপকন বলেন, নিজের জন্য নয়, রাজনীতি করি জনগণের জন্য। জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকব। যতদিন রাজনীতি করব, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবো।