দামুড়হুদার চন্দ্রবাসে কর্মী সমাবেশে জেলা জামায়াতের আমির রুহুল আমিন
হাজারো জুলুমের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হয়নি
- আপলোড টাইম : ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, ‘১৬ বছরে জামায়াতে ইসলামী হাজারো জুলুমের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হয়নি। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না। তাদের টাকা দিয়ে কেনা যায় না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত ভেঙে পড়েনি। আমরা নিজেদের আখের গোছানোর জন্য রাজনীতিতে আসিনি।’
গতকাল শুক্রবার বেলা তিনটায় দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আয়কর আইনজীবী রুহুল আমিন এসব কথা হলেন।
সমাবেশে নাটুদহ ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জোহার সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি আবুল বাশার, সহকারী সেক্রেটারি রবিফুল ইসলাম জিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতেন সেক্রেটারি সামসুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল হক প্রমুখ।