চুয়াডাঙ্গায় মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা
- আপলোড টাইম : ০৪:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই কর্মশালা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।
আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মশালাটি আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়। এরপর কর্মশালায় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতীন্দ্র কুমার মন্ডল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. তোফাজ্জেল হোসেন, ফিল্ড সুপার ভাইজার কান্তি বিশ^াস প্রমুখ। এই কর্মশালায় অংশ নেন চুয়াডাঙ্গার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা ২৩ জন ও শিক্ষক ৩ জন।