আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিক বিশ্বাসের জন্মদিন পালন
- আপলোড টাইম : ০৪:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিক বিশ্বাসের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের পিছনের আমবাগানে আলমডাঙ্গা প্রেসক্লাব ও আলমডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে এই মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। প্রধান আলোচক ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন মীর শামসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ও সাহিত্যিক আনোয়ার রশিদ সাগর।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কবি হাবিবুর রহমান মজুমদারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাধবপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ আলী, চুয়াডাঙ্গা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নাশির উদ্দিন এটম, সহকারী শিক্ষক আশরাফুল হক পান্না ,উদ্ভাস সাহিত্য সংসদের সভাপতি কহন কুদ্দুস, গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি মওলানা আবুল কাশেম, রুনু খন্দকার, যুগ্ম-সম্পাদক বশিরুল আলম, সাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন আলী, কোষাধ্যক্ষ আবু জাফর, পৌর কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সদস্য লাল্টু রহমান, হাসিবুল হক, কবি ও প্রকাশক কিশোর কারনীক, কবি ও গীতিকার মিজানুর রহমান, কবি ওহোর আলী প্রমুখ।