জীবননগরের সীমান্ত ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নে জামায়াতের কম্বল বিতরণ
- আপলোড টাইম : ০৩:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জীবননগরের সীমান্ত ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মেদিনীপুর গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার নায়েব আমির হাফেজ বেলাল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সীমান্ত ইউনিয়ন আমির মো. আব্দুল ওয়াহেদ প্রমুখ।
এদিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে নৈশপ্রহরীসহ গরীব, দুঃখী, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আন্দুলবাড়ীয়া বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির সাব্দার রহমান মাস্টার, বর্তমান সেক্রেটারি হযরত মাওলানা শরীফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত, জামায়াত নেতা বজলুর রহমান ও প্রচার সম্পাদক ও অফিস সম্পাদক বিপুল হোসেন প্রমুখ।