ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

গাংনীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও শোভাযাত্রা

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৩:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে গাংনীতে বিএনপির লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেভী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আব্দুল্লাহহেল মারুফ পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, দলের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিলা দলের নেত্রী আসমা খাতুন, ধানখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী নূর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীসহ সকলের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে দেশকে শেষ করে দিয়েছে। দেশের অর্থনীতিসহ ব্যাংক ব্যবস্থা শেষ করে দিয়েছে। তারা এমব অপকর্ম করেছে যে ৪৫ মিনিটের মধ্যে দলের সকল এমপি, দলের নেতাকর্মী পালিয়ে গেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও শোভাযাত্রা

আপলোড টাইম : ০৩:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে গাংনীতে বিএনপির লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেভী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, পৌর বিএনপির সহসভাপতি আব্দুল্লাহহেল মারুফ পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, দলের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিলা দলের নেত্রী আসমা খাতুন, ধানখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী নূর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীসহ সকলের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে দেশকে শেষ করে দিয়েছে। দেশের অর্থনীতিসহ ব্যাংক ব্যবস্থা শেষ করে দিয়েছে। তারা এমব অপকর্ম করেছে যে ৪৫ মিনিটের মধ্যে দলের সকল এমপি, দলের নেতাকর্মী পালিয়ে গেছেন।