দর্শনার কৃষ্ণপুর বটতলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
- আপলোড টাইম : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বটতলা বাজারে শহীদ জিয়া শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় কৃষ্ণপুর ঈদগাহ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলীর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, মোরশেদুল ইসলাম লিংকন, মোহন, নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, সাবেক আমির আরাফাত হোসেন প্রমুখ। খেলায় দোস্ত বটতলা বাজার লিটনের দল ও নেহালপুর ইউনিয়ন ছাত্রশিবির একাদশ গ্রহণ করেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন দর্শনা থানা যুবদলের অন্যতম সদস্য মোজাম্মেল হক ও যুবদল নেতা বাশার আলী।