ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনার দোস্ত ও কৃষ্ণপুরে একই দিনে দুজনের আত্মহত্যা

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দোস্ত ও কৃষ্ণপুর গ্রামে একই দিনে পৃথক ঘটনায় যুবক ও কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা থানাধীন দোস্ত গ্রামের ভুঁইয়া পাড়ার নুর মোহাম্মদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী নিশা খাতুন (১৫) ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে সে মারা যায়।
প্রতিবেশী ও পরিবারের লোকজন জানান, নিশা গত তিন দিন আগে তারই এক প্রতিবেশী যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ঢাকায় চলে গিয়েছিল। সেখান থেকে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে এনে বকাঝকা করে। এই ঘটনার জেরে সে নিজ বাড়িতেই ঘুম বা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করে। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারে লোকজন চিকিৎসকের নিকট নেওয়ার সময় পথে বিকেল সাড়ে পাঁচটায় সে মারা যায়।
এদিকে, একই সময়ে দোস্ত গ্রাম সংলগ্ন কৃষ্ণপুর বেলেমাঠ পাড়ার মানিকের ছেলে হযরত আলী (২৩) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করেন। দর্শনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি সংবাদ পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠাই। বর্তমানে আমি নিজে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছি। দুটি লাশই ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।’ এদিকে একই দিনে একই সময়ে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যার বিষয়টি এলাকাজুড়ে আলোচিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার দোস্ত ও কৃষ্ণপুরে একই দিনে দুজনের আত্মহত্যা

আপলোড টাইম : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দোস্ত ও কৃষ্ণপুর গ্রামে একই দিনে পৃথক ঘটনায় যুবক ও কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচিত হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা থানাধীন দোস্ত গ্রামের ভুঁইয়া পাড়ার নুর মোহাম্মদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী নিশা খাতুন (১৫) ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে সে মারা যায়।
প্রতিবেশী ও পরিবারের লোকজন জানান, নিশা গত তিন দিন আগে তারই এক প্রতিবেশী যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ঢাকায় চলে গিয়েছিল। সেখান থেকে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে এনে বকাঝকা করে। এই ঘটনার জেরে সে নিজ বাড়িতেই ঘুম বা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করে। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারে লোকজন চিকিৎসকের নিকট নেওয়ার সময় পথে বিকেল সাড়ে পাঁচটায় সে মারা যায়।
এদিকে, একই সময়ে দোস্ত গ্রাম সংলগ্ন কৃষ্ণপুর বেলেমাঠ পাড়ার মানিকের ছেলে হযরত আলী (২৩) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করেন। দর্শনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি সংবাদ পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠাই। বর্তমানে আমি নিজে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছি। দুটি লাশই ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।’ এদিকে একই দিনে একই সময়ে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যার বিষয়টি এলাকাজুড়ে আলোচিত হয়।