সমাজসেবা অফিসারকে বোল্ড আউট করলেন ইউএনও
- আপলোড টাইম : ০৩:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথনে অংশ নিয়ে জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল মাজেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
তারা যখন পৌঁছান, তখন জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ের মাঠে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। ইউএনও মাঠে ঢুকে খেলার আগ্রহ প্রকাশ করায় তার হাতে ব্যাট তুলে দেন তারা। পরে বল করতে ছুটে যান ইউএনওর সাথে আসা কর্মকর্তারা।
ইউএনও আল-আমীন ব্যাটে কয়েকটি বল মোকাবিলার পর বল হাতে তুলে নেন। এসময় ব্যাট করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল মাজেদ। ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়লকে বোল্ড আউট করেন।
এদিকে, ইউএনও উপজেলা সমাজসেবা অফিসারকে বোল্ড আউট করায় আগে থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী নগদ পুরস্কার দিতে চান জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক। তবে ইউএনও পুরস্কার অনুষ্ঠানে আগত প্রতিবন্ধীদের দেওয়ার অনুরোধ করেন। পরে দুজন প্রতিবন্ধীর হাতে নগদ টাকা হস্তান্তর করা হয়।