চুয়াডাঙ্গা জেলা জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০২:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের সাহিত্য পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু।
প্রধান অতিথির বক্তব্যে শিপলু বলেন, জিয়া সাইবার ফোর্স বিগত স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপিকে ভার্চ্যুয়ালি ওতপ্রোতভাবে সহযোগিতা করেছে। সাংগঠনিক মনোবল বৃদ্ধি, সংগঠনের প্রচার প্রচারণায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। আমি আশা করছি, ভবিষ্যতেও জিয়া সাইবার ফোর্স তাদের এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত করবে
চুয়াডাঙ্গা জেলার নবগঠিত এই কমিটি তৃণমূল পর্যায়ে বিএনপির প্রচার-প্রচারণা বৃদ্ধি করে অনলাইনে শক্তিশালী একটা মিডিয়া হবে। জিয়া সাইবার ফোর্স চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আমানউল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
জিয়া সাইবার ফোর্স জেলা শাখার সদস্যসচিব এসএম সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শেখ রিপন, যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ, কামাল হোসেন, সামিউল আলম সানা, শাহিন আলম, সাঈদুর রহমান বিজন, আকাশ খান ওয়াসকুরুনি খান, জুয়েল রানা, সদস্য আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।