জামায়াতের আমিরের আগমন উপলক্ষে জামজামিতে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব শ্রীনগর বাজারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জামজামি ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা শুরা সদস্য ফজলুর হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য শফিউল আলম বকুল।
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আসবেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সৎ, যোগ্য এবং পছন্দের মানুষ হলেন তিনি। তার এই আগমনে আমাদের খুশি হয়ে সমাবেশে যোগদান করা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে চুয়াডাঙ্গা জেলা সক্রিয় ভূমিকা পালন করবে, এটা আমরা তাকে দেখাতে চাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়নের নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিকুল ইসলামসহ ইউনিয়ন টিম সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীলগণ।