চুয়াডাঙ্গার তালতলায় তাফসিরুল কুরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ
দেশপ্রেম ও নৈতিকতার ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করতে হবে
- আপলোড টাইম : ১০:২০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর তালতলা গ্রামবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। মতিউর রহমান বিশ্বাসের সভাপতিত্ব মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুরআনের তাফসির আমাদের জীবনের পথপ্রদর্শক। এ ধরনের মাহফিল আমাদের ঈমানি জ্ঞান বৃদ্ধি করে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। বর্তমান সময়ে সমাজে যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে উত্তরণের জন্য কুরআনের শিক্ষার বিকল্প নেই। প্রত্যেক মুসলমানের উচিত কোরআনকে তাদের জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করা।
শরীফুজ্জামান তরুণদের উদ্দেশ্য বলেন, আজকের তরুণরাই আগামীর দেশ পরিচালনা করবে। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এবং গণতন্ত্রের সঠিক চর্চা পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। এসময় তিনি ধর্মীয় শিক্ষা বুকে ধারণ করে দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম ও নৈতিকতার ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করতে নেতা-কর্মীসহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ এবং বিশেষ বক্তা ছিলেন হাফেজ হাজী মো. আলতাফ হোসেন। বক্তারা কুরআনের বিভিন্ন আয়াতের তাফসির তুলে ধরে এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। মাহফিলে এলাকাবাসীসহ আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মুসল্লি উপস্থিত হয়ে বক্তাদের তাফসির শোনেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন জোয়ার্দার, সাধারণ সম্পাদক শামিম হোসেন প্রমুখ।